পোস্টগুলি

অক্টোবর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিষয় - বই আলোচনা-সংখ্যা ১৬ বর্ষ ২

ছবি
একটি নামমাত্র সম্পাদকীয় :- এই সংখ্যার ক্ষেত্রে সম্পাদকীয় বোকামির সমান মনে করে সম্পাদকীয় লিখবো ভেবেও লিখতে পারলাম না। কিছু বিশেষ গ্রন্থের আলোচনা করলেন আলোচকেরা।সঙ্গে দুজনের কবিতা আর একটু চিত্রপ্রদর্শন ব্যস।একটা ককটেল হাজির করলাম আপনাদের সামনে। যা ইচ্ছে তাই করুন, পড়ুন পড়ান পছন্দ হলে মতামত জানান অপছন্দ হলে রিপোর্ট করুন যা খুশী করুন। ও হ্যাঁ আরও একটি কথা।সম্প্রতি ১৮/১৯ সেপ্টেম্বর মালদা শহরে আয়োজিত উত্তরবঙ্গ সাহিত্য আকাদেমির আয়োজনে 'ওয়েবজিন প্রদর্শনী'-এ ওয়েব ডুয়ার্স সহ আরও অনেক ওয়েবজিন অংশগ্রহণ করেছিল।সবাই সবার ওয়েবজিন পাঠক,আলোচক সবার সামনে তুলে ধরলেন।আমরাও তুলে ধরলাম আমাদের বিগত কিছু কাজ,আগামীর কিছু লক্ষ্য আর বাকিটা পরবর্তী সংখ্যাগুলো পড়লেই বুঝতে পারবেন।উত্তরবঙ্গ সাহিত্য আকাদেমিকে এমন উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।আরও যে কথাগুলো না বললেই নয় তা হলো আমরা কথা কম কাজ বেশি এ কথায় বিশ্বাসী।ভালো থাকুন ভালো রাখুন, পড়াশোনায় থাকুন প্রেমে বাঁচুন ... Artist - Bishwajeet Ray সাহিত্য সমালোচনা :-   পারমিতা ভট্টাচার্য গাহিবে একজন খুলিয়া গলা, আরেকজন গাবে মনে "ধর্ষকামে মত্ত ছিল তারা..