পোস্টগুলি

জুলাই, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সংখ্যা ১৮ || বর্ষ ৫

ছবি
Web ডুয়ার্স  আস্তানা - নেতাজি সরণি, হায়দারপাড়া , হাকিম পাড়া, শিলিগুড়ি, ৭৩৪০০১ পাহাড়ি আস্তানা - কুর্তিপাড়া, চালসা , জলপাইগুড়ি, ৭৩৫২০৬ যোগাযোগ - ৯৭৩২১৬৬৩৩২ ইমেইল - webdooarss@gmail.com  প্রচ্ছদ ডিজাইন - Meta Ai প্রকাশক - Web ডুয়ার্স  সজ্জা ও বিন্যাস - অনিমেষ   সম্পাদক - অনিমেষ  সম্পাদকীয়   ফিরে ফিরে আসাও একটা অধ্যায়। এই অধ্যায়ের কিছু সমস্যা হল, অধিকাংশ সময়েই আমরা শুরু করে ফেলি, তারপর লম্বা একটা দৌড়। দৌড়তে দৌড়তে যখন মনে হতে শুরু করবে এই তো সবার আগে এসে গেছি ঠিক তখনই গতি কমে যাওয়া বা দুর্ঘটনা। তারপর বারবার আছি জানান দেওয়ার চেষ্টা। বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা। কখনও কখনও যা একা থেকে শুরু হয় মাঝে এসে অনেক সাথী আবার কিছু সময় গতি কমলে অনেকেই হারিয়ে যায়। আমরা হারাইনি, আমরা হারাব বলে কখনও আসিইনি। এসেছিলাম থাকব বলে। কিছু কথা বলব বলে। বলেওছি, মনে হল আবার বলা দরকার। শুধু আমরাই যে হারিয়ে গেছি তা নয়। আমরা যে অন্ধকার সময়ে ডুবে আছি, শুধু ডুবেই আছি এও তো নয়, সময়ের সাইকেলে চড়ে পেছনে থেকে গেছে অনেক বন্ধু, অনেক গাছ, আশ্রয় দেওয়া ছায়া, ঘর, বাড়ি। স্বপ্ন দেখার মন। স্বপ্ন দে