প্রথম বর্ষ - দশম সংখ্যা ২০২০ (কবিতা সংখ্যা)
সম্পাদক - অনিমেষ সরকার সম্পাদকীয় : - একদিকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি অন্য দিকে Covid 19 এর প্রকোপ আমরা ঘরবন্দি সবাই। পূর্ববর্তী সম্পাদকীয়গুলোর মতোই এই সম্পাদকীয়তেও লিখতে হচ্ছে কোভিড নাইনটিন নিয়ে । বিষয়টা যে কতটা দুমড়ে মুষড়ে দিচ্ছে বুঝতেই পারছেন। বারবার লিখতে হচ্ছে । এই কোভিড নাইনটিন এখন এই যুগের মারণ অস্ত্র। সূক্ষ্ম অথচ সবচেয়ে ভয়ঙ্কর দানব । যার গ্রাসে লক্ষ লক্ষ প্রাণ।তবে ঘরে বসেও কিন্তু আমরা সৃজনশীল রয়ে গেছি।হ্যাঁ সংকট অবস্থা।মানুষ মরছে না খেতে পেয়ে।তবুও We shall over come , Winter has come . এই মন্ত্র মেনে চেম্বার খুলে বসেছি, একে অপরকে পেস্ক্রাইব করে দিচ্ছি মন ভালো করার ওষুধ।অথচ ঘরে বসেও আগে থেকেই রক্তে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে রাজনীতি। অজস্র হামনাভা ,হামদার্দ চারপাশে। ফিসফিসিয়ে চলছে আনচান কবিতার কারবার। যাই হোক সমীকরণগুলোকে কভারড্রাইভ দিয়ে মাঠের বাইরে পাঠানোর চেয়ে স্টেপ আউট করে যদি লঙ অফের ফিল্ডারের মাথার উপর দিয়ে মারতে পারি সেটাই বড়ো কথা। আর ওয়াইড বলে বাই চার রান পেয়ে গেলে তো কথাই নেই। (২)আম্ফানের কবলে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত । কলেজস্ট্রিটের বই