Web ডুয়ার্স-
অষ্টম সংখ্যা এবার ব্লগে কেবল মাত্র আপনাদের জন্যই।
এই সময় আমরা এক দুঃসহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।এখন আমাদের ঘরবন্দি হয়ে থাকতে হবে।।কারণ বাইরে বেরোলেই শুধু আমরা না আরও কোটি কোটি মানুষের প্রাণের সংশয় হয়ে দাঁড়াবে। এখন সোশ্যাল ডিস্টেন্স আমাদের মেইনটেইন করে চলতে হবে। জানি ক্ষুধার্ত মানুষের কান্না দেখে আমাদের ও মন আর ঘরে থাকতে চাইছে না।তাই সাধ্যমত সাহায্য করে তাদের পাশে থাকি এবং দেশের জনগণের কথা ভেবে নিজেকে কোয়ারান্টিনে রাখি।এই সংখ্যা পড়ুন। পড়ান শেয়ার করে মতামত দিতে দিয়ে।
সম্পাদক - অনিমেষ সরকার
স্ফটিক
শ্রুতি ব্যানার্জি
শনিবারের বাজার
ভীড় হয়ে এসেছে; যে যার মতো চলে গেছে,
মক্কার নিকটে মন্দির ,মন্দিরের সদর দরজায় বাজার বসেছে।
মাইক বাজলে আজান চোখ, ঘন্টা বাজলে বিশ্বাস ,
ভুলে যাই সব ,
আমাদের আজাদী আছে নিজের নিজের
যে যার মতো বেঁকে যাই কাচা পথ দিয়ে।জলের
নুপুর বিকাশ চন্দ
বরফের চাদরে চিড় ধরেছে রিক্ত ফাটল---
রোদ রঙ খেলেছে অন্তরে বাইরে তন্ময়
অনাত্মীয় শরীর অপেক্ষায় নিরন্তর
জল রক্ত মিলেমিশে আলো উপত্যকা
অজস্র ফুলের মেলায় পরাগে ঋতু রাগ
দুটো ঠোঁট লজ্জায় রাঙ্গা বনজ সুনীলে।
আরেকটা বসন্তের জন্যঅপূর্ব চক্রবর্ত্তী
আরেকটা বসন্ত বাঁচতে চাই,
বাঁচতে চাই ভীষনভাবে আরেকটা ফাগুন।
পলাশের আগুন হয়ে বাঁচতে চাই আরেকবার।
বাঁচতে চাই, বাসন্তী আবীর হয়ে তোমার দু'গালে।
তোমার খোঁপায় মালা হয়ে বাঁচতে চাই অনুভবে,
বাঁচতে চাই তোমার দখিন দুয়ারে বাতাস হয়ে। জানি,পলাশের মালাখানা আজও
পড়ানো হয় নি তোমার খোঁপায়,
যে মালা প্রতিরাতে গাঁথি তারাদের সাথে বসে।
আজও হয়নি হাতে হাত রেখে
একসাথে কোনো নদীর সামনে যাওয়া,
হাত বুলিয়ে দিতে পারিনি নদীর বুকের অথৈ কষ্টে।
তোমার মৃত্যুঞ্জয়ী পরশে আরেকটি বসন্তপাখি
হয়ে, ফোটাবো, শিমুল, পলাশ।
আগুনরঙে রাঙিয়ে দেবো পৃথিবীকে আর একবার।
তারপর কোনো নির্জন নদীর পাড়ে বসে
শুনবো দূরমন্দিরের ঘন্টা,
তারপর মিলিয়ে যাবো ফিনিক্স পাখির মতো,
তোমার আকাশ থেকে চিরদিনের মতো।
নববর্ষ
অলিপা পাল
নববর্ষের কবিতা গুলোর অক্ষর খাতার পাতা থেকে উড়ে গেছে,
অবহেলা-অনাদর-আর্তনাদ আর
নিরাপত্তাহীনতায় —
মোমের মিছিলে উড়ছে প্রশ্ন?কি ছিলো পরিচয়!ভারাক্রান্ত লেখায়
সাহিত্য'কে খুঁজি নারীর বক্ররেখায়—
কালবৈশাখী ঝড়ে মুখ ঢাকে সমাজ;
যদিও পৌষ,বুদ্ধিজীবির চায়ের কাপে
তুফান তোলে বুর্জোয়া—
শব্দ বিকােনো কবি থাকে জলন্ত চিতায়,বর্ণ বিপর্যয়ে-পান্ডুলিপি! পরিনত হয় জীবাশ্ময়—
- লেখা পাঠান ১০-১২-১৪ লাইনের মধ্যে
- bongboystoursandtravels653@gmail.com এ
- সবসময় এই লেখা পাঠাতে পারেন
- নাম , কবিতার শিরোনাম
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন