Webডুয়ার্স ১৩- সম্পাদকীয় - সেগমেন্ট 1
নতুন আঙ্গিকে ওয়েব ডুয়ার্স। বাংলা ভাষা অবক্ষয়ের চক্রান্ত চলছে দেশ জুড়ে।নতুন শিক্ষানীতিও চেষ্টা করেছে বাংলা ভাষাকে পিছিয়ে দিতে আরও। যদিও আমরা নিজেরাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যখন রেষারেষি অথবা পার্থক্য বিচারে বসি তখন আঞ্চলিক ভাষাগুলো দেখে শুনে হাসি। অথচ গর্ব করা বাংলা ভাষা কেবল দক্ষিণবঙ্গ কেন্দ্রীক সো কলড এলিট ক্লাসের পা চাটা কিছু বেড়ালের কাছে আঞ্চলিক ভাষা হাস্যকর। অথচ উত্তরবঙ্গে ভাষার বৈচিত্র্য রয়েছে। Web ডুয়ার্স ১৩ গুচ্ছ কবিতা বিভাগের সেগমেন্ট 1- এ রয়েছেন প্রবীর রায় , সুবীর সরকার, সৌমিত বসু ,তুষারকান্তি রায়, প্রমিশ প্রতিম পাঞ্জা, পঙ্কজ ঘোষ,সন্দীপন দত্ত, শমীক জয় সেনগুপ্ত প্রমুখ কবিদের লেখা।। সেগমেন্ট 2 পরবর্তী সপ্তাহে একঝাঁক তরুণ কলমের সাথে।।আপাতত পড়ে নিন। পড়ান আর বাংলা কবিতার ধরণ দেখুন। সম্পাদক অনিমেষ সরকার লেখক সূচী : ১. মলয় রায়চৌধুরী https://webdooarss.blogspot.com/2020/09/web_22.html ২. প্রবীর রায় https://webdooarss.blogspot.com/2020/09/web_22.html ৩.সৌমিত বসু https://webdooarss.blogspot.com/2020/09/web_42.html?m=1 ৪.তুষারকান্তি রায় https: