Web ডুয়ার্স ১৩ - সুবীর সরকার - গুচ্ছকবিতা
দৃশ্য /১
ফ্ল্যাটের বারান্দা বুঝি জাহাজের ডেক
ভুলে যাওয়া অলিগলি দিয়ে ঘুরে বেড়াচ্ছি
মোমবাতি আসলে হেলানো মিনার
জলে ভাসে আপাতঅর্থে উপনিবেশের
হাঁস
সেলফি
শিকারের আগে জ্বলে ওঠে গজার
মাছের চোখ
এখন সরু চালের ভাত।
নদীজলে অপেক্ষা ভেসে
যায়।
শান্ত থাকি আর করিডোরে কুপির
আলো।
দেশ
হাতির শুঁড়ের মত আমাদের জড়িয়ে ধরেছেআমার দেশ
চারদিকে কালো পাখি।সাদা ডানায় মিশে থাকা
রক্ত।
ভয় তাড়া করে।
আর্তনাদ অনুবাদ করতে বসি
ভরসন্ধেবেলায়
দেশ মানে কি তবে হিমঘর!
সাজঘরে ঢুকে পড়া ক্ষিপ্র
কুঠার
গান
হলুদ রঙের বেড়াল ডাকছেবেড়াল তাড়া করছে খয়েরী পাখিটিকে
ডুবে গিয়েও ভেসে ওঠে দৃশ্যগুলি
চারপাশে গান ও গাদাবন্দুক
শীত বসন্ত আটকে থাকে তোমার
চোখে
ছবি
সম্বল বলতে জেনুইন শরৎকালনদীতে বেড়াল নামছে
পা ডুবে যাচ্ছে আমাদের
মুখ ফিরিয়ে চলে যেও না প্লিজ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন