Web ডুয়ার্স ১৩ - পঙ্কজ ঘোষ - গুচ্ছকবিতা
যেভাবে কাটছে দিন
(১)
কথা বলতে গেলেই সমস্ত শব্দের ভেতর শর ঢুকে যায়ঠকে ও ঠকিয়ে
কেটে যাচ্ছে একেকটি দিন অন্ধকারে
অন্ধ এই জীবন
কাল চশমার ভেতর ঘুমিয়ে থাকে রোজ
আর গোধূলিতে কী ভীষণ স্বস্তিমুখে
আমরা শিরদাঁড়া বেচে ঘরে ফিরে আসি।।।
(২)
এখন তোতা পাখি হয়ে উঠছি রোজ
কিছুতেই যা বলতে চাই
বলা হয়ে ওঠেনা আর
দ্যাখো, কীভাবে স্বপ্নের ভেতর চুরি যাচ্ছে
আমাদের কত কত স্বপ্নের ঘুম
মানুষ খুঁজতে খুঁজতে
কীভাবে গাছের ছায়া খোওয়া যায়।।।
(৩)
শূন্য লিখতে লিখতে
অরণ্যে ঢুকে যাই
পাতা পুড়তে পুড়তে
বসন্ত নেমে আসে
সমস্ত কোকিল মৃত
তবু শব্দ শোনা যায় হাজার হাজার
গান কী বাজল তবে
মরা দেশে পুনশ্চ আবার!
(৪)
রূপকথার শহর লিখতে চাইলেই
মৃত মানুষের স্বর ভেসে আসে
এইসব বিষাদ ও বিভ্রান্তিগুলি
লিখে রাখি আমি দিনরাত রাতদিন
দেওয়ালে দেওয়ালে শুধু রঙিন ইস্তেহার
অথচ কোনো নদীর কথা নেই
চকচকে চোখের ভেতর
আমরা সবাই একেকটি দ্বীপ হয়ে আছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন