Web ডুয়ার্স ১৩/২ - অজিত অধিকারী - গুচ্ছকবিতা
দ্বিতীয় পৃথিবী
পৃথিবীর পাশে দ্বিতীয় আর একটি পৃথিবীর কথা ভাবিসেখানেও কি মহামায়ার মায়া আছে?
এই পৃথিবীর মায়াই তো মোহরের মতো সনাতন
সেই পৃথিবীর মায়া কেমন হবে গো?
সেখানেও কি কুমার গ্রামের নদী আছে?
আছে কবিতা গ্রামের পাখি?
এক নদীর মায়ায় তো জীবন কুপোকাত।
আমার ছোট্ট ডিঙি এই নদীর কিনারা পায় না, সনাতন।
তমিরা এমন এক চিঠি দিয়েছে, চিঠি তো নয়
একটা দীর্ঘ কবিতা
পাহাড় নদী ঝরনা মরগান হাউস সব এখানে
খোদা তো এক আলাদীন সনাতন-
ছোট্ট দুটি চোখ আর রহস্যের এতবড় দুনিয়া
চোখ দিয়ে আনন্দাশ্রু নামে,দুঃখের বরফ জমে।
খোদা আমার অশ্রুকে মুক্তো করে দাও,মুক্ত করে দাও
এই কথাই বলি সনাতন, হৃদয় খুলে খুলে
হারজিত
বোন বলে,দাদা আমরা বার বার হেরে যাচ্ছিধরে রাখতে পারিনি সুজিতদাকে
এবং আমাদের রেখে জামাইবাবু অনন্তে গেলেন
তার এই প্রশ্নের কাছে আমি হতবাক
কীভাবে উত্তর সাজাই,নদী গাছ আকাশ
সবার কাছে নতজানু হয়ে বলি-আমাকে
একটা উত্তর দাও
আর আমার ঈশ্বর নিজেই কিংকর্তব্যবিমূঢ়
অবশেষে বোনের কাছে যাই,মাথায় হাত রেখে বলি
- বোন ,মানুষের দুটো বাড়ি।
প্রথমটি হলো প্রি- নেটাল হোম আর দ্বিতীয়টি হলো
পৃথিবীর বাড়ি
প্রথম বাড়ি থেকে এসে মানুষ ভুলে যায় সব
একদিন আবার প্রথম বাড়ির জন্য ওর বিষণ্ণ লাগে খুব
তাই সে আবার ফিরে যায়
আমার কথা শুনে বোন আকাশ আর আকাশের দিকে তাকায়
আমি ওর সহজ চোখের দিকে বিস্মিত বালকের মতো দেখি
আর মনে মনে বলি ,মানুষ হারে না বোন,মৃত্যু হারে
স্পর্শ বৃথা নয়
এই ভোর ,নরম সকাল, ও তোমার নাম খুব সত্যএই নাম ও কম্পন চোখে জল এনে দেয়
আমি সুকৌশলে ঢেকে রাখি সব কান্না
মোহিনীপুত্র, স্পর্শ বৃথা নয়।
তুলসী পরিক্রমা করেছো? এই দামোদর মাস
এর স্নিগ্ধতা অথবা রাধাকুন্ডে স্নানের পবিত্রতা
যে ভাবে অনুভব করেন ক্ষীরোদ মাস্টার
এ সব সত্য মোহিনীপুত্র
শুধু সত্য নয় চালাকি, স্বার্থপরতা ও মানুষের কূট
- শঠতা
আমার তাই মনে হয়।
তাই আজ ভোর দুহাতে নিয়ে শরীরে মাখি
আমি এক নতুন জীবনের গন্ধ পাই, সুদিন
আসছে-
একটি কবিতাও যদি না লিখতাম
ছুটন্ত নদীর সাথে ধুলোমাখা রাস্তার একটু পাশেদেখতে পেতাম আর একটি জীবন আছে?
আকুতির জ্বর নিয়ে যে কবি বাঁচে
তাঁর অস্থিরতা জানা যেত কোনোদিন?
লিখে খুব লাভ হলো?হবে না নিশ্চয়!
একটি চিঠিও পাই নি হাতে যা বিশুদ্ধ প্রণয়
তবু লিখি
আমাকে আশ্রয় করে বাঁচে যে শূন্যতা ও বিষাদ
সে সব জানাও অত্যন্ত জরুরী
সে জমিন হবে না আমার
তবুও দলিল লিখি যেন আমি গোপন মুহুরী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন