Web ডুয়ার্স ১৩/২ - সুজিত অধিকারী - দুটি কবিতা




জন্ম : - ১৯৭৫ - ২৮শে নভেম্বর

মৃত্যু : - ২০১৪ - ২৫শে জুলাই


 কবি পরিচিতি  : -

কবি সুজিত অধিকারীর জন্ম ১৯৭৫ সালে ২৮শে নভেম্বর, কুচবিহার জেলার নিশিগঞ্জ অঞ্চলে। পদার্থ বিজ্ঞানে এম.এস.সি ,কবি সুজিত মাথাভাঙ্গা হাইস্কুলে সহশিক্ষকপদে কর্মরত অবস্থায় ২০১৪ সালে ২৫শে জুলাই হৃদরোগে হঠাৎ মারা যান। কবি সুজিতের কাব্যভাষা একটা নতুন দিগন্ত।

রোমান্টিক হয়েও কতটা মডার্ন হওয়া যায় তার উদাহরণ কবি।

কবি সুজিত অধিকারীর স্মৃতিতে ওঁর জন্মস্থানে ২০১৪ সালে নৈষ্ঠিক অ্যাকাদেমি প্রতিষ্ঠিত হয়।সারাবছর ধরে অনেক কাজ চলছে।


 অশ্রুগুলি


মনোদির বড়লোক বাড়ির বনফুল
 হয়ে ওঠার স্বপ্নগুলি
ছিঁড়ে ছিঁড়ে খায় অকাল রাত্রির কাক

সেই মনোদির স্বপ্ন গুলি আমার  কবিতায় কথা বলে


মানুষের অশ্রুগুলি কোনওদিন কি থেমে যাবে না?




আরো একা


সবাই এখন স্তব্ধ

সবাই বোঝে পাড়ায় একটু শান্তি থাকলে ভালো লাগে

তবে সবাই  উদাসীন হলে চলে?

অবশ্য  একদিকে বাঁচালে অন্য এক দিকে বেরিয়ে যায়


সবাই এখন স্তব্ধ

কী করে যে সেখানে গান হয়

ভাবতে ভাবতে আমি আরো একা হয়ে যাই

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যা ১৮ || বর্ষ ৫

ফেরার অধ্যায়: -২য় বর্ষ সংখ্যা ১৫

বিষয় - বই আলোচনা-সংখ্যা ১৬ বর্ষ ২