Web ডুয়ার্স ১৩/২ - সুদীপ্ত মাজি - তিনটি কবিতা
কচুরিপানা
ভেসে আছো জলের ওপরে#
জলের মজায় জাগা অস্থির তরঙ্গভঙ্গ
কত রঙ কত কত রঙ
#
রঙের বিপুল রঙে একাকার তুমি ছাড়া সব
#
সবাই গল্পের ভিড়ে, সবাই গানের অন্তরায়
#
তুমি ছাড়া সকলেই সবকিছু, সব খুঁজে পায়...
শাপলা
পাড় ঘেঁসে একা বসে নিষ্পলক এই চেয়ে থাকা#
এটুকুই চেয়েছিলে? তোমার ফোটার দিকে আমার নন্দন
#
নিভৃত ইশারা নিয়ে ঝুঁকে থাকে শারদ আকাশ
#
রঙের সম্ভ্রম জাগে নির্জন বিকেলে...
পদ্ম
আমি এক আগন্তুক, স্পষ্ট বাক্যের মধ্যেজেগে ওঠা কোলাহল থেকে খুব দূর
একা মানুষের শ্বাস শুনতে চেয়ে এখানে এসেছি
#
মৃণালের বহু নীচে ঘুমন্ত জলজ সাপ
মাথা তোলে বলে
শারদ-সকালে জলে নেমে আসা
কিশোরের হাত চেপে ধরি :
#
নন্দন আহরণও রুদ্ধশ্বাস, অশ্রুভারে মোড়া
#
অদূরে তাকিয়ে দেখি —
মাছ ও পদ্মের পাশে পানসুপারির থালা
রেখে গেছে কেউ...
ভালো লাগল। কিন্তু স্পেস চিহ্ন গুলো তোলা হয় নি কেন?
উত্তরমুছুনআহ,চমৎকা!
উত্তরমুছুনশুধুই মুগ্ধতা। শুভেচ্ছা কবি।
উত্তরমুছুনএখানেও ঘুরে দেখে আসতে পারেন
উত্তরমুছুনhttps://www.daakevents.com