Web ডুয়ার্স ১৩/২ - সুদীপ্ত মাজি - তিনটি কবিতা






কচুরিপানা 

ভেসে আছো জলের ওপরে

#

জলের মজায় জাগা অস্থির তরঙ্গভঙ্গ

                             কত রঙ কত কত রঙ

#

রঙের বিপুল রঙে একাকার তুমি ছাড়া সব

#

সবাই গল্পের ভিড়ে, সবাই গানের অন্তরায়

#

তুমি ছাড়া সকলেই সবকিছু, সব খুঁজে পায়...

শাপলা 

পাড় ঘেঁসে একা বসে নিষ্পলক এই চেয়ে থাকা

#

এটুকুই চেয়েছিলে? তোমার ফোটার দিকে আমার নন্দন

#

নিভৃত ইশারা নিয়ে ঝুঁকে থাকে শারদ আকাশ

#

রঙের সম্ভ্রম জাগে নির্জন বিকেলে...


পদ্ম 

আমি এক আগন্তুক, স্পষ্ট বাক্যের মধ্যে

             জেগে ওঠা কোলাহল থেকে খুব দূর

একা মানুষের শ্বাস শুনতে চেয়ে এখানে এসেছি

#

মৃণালের বহু নীচে ঘুমন্ত জলজ সাপ

                                  মাথা তোলে বলে

শারদ-সকালে জলে নেমে আসা

                        কিশোরের হাত চেপে ধরি :

#

নন্দন আহরণও রুদ্ধশ্বাস, অশ্রুভারে মোড়া

#

অদূরে তাকিয়ে দেখি —

মাছ ও পদ্মের পাশে পানসুপারির থালা

                                         রেখে গেছে কেউ...

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যা ১৮ || বর্ষ ৫

ফেরার অধ্যায়: -২য় বর্ষ সংখ্যা ১৫

বিষয় - বই আলোচনা-সংখ্যা ১৬ বর্ষ ২