Web ডুয়ার্স ১৩/২ -নিকিতা মুখার্জ্জী(নীহারিকা) - তরুণ এর গুচ্ছকবিতা



তরুণ কবি পরিচিতি: -


আমি নিকিতা মুখার্জ্জী  ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার অর্ন্তগত চুঁচুড়া (পো: সাহাগঞ্জ) আমার জন্ম ২০০০ সালে ৯ এপ্রিল।
হুগলী জেলার অন্তর্গত ব্যান্ডেলএ 'হুগলী বালিকা  উচ্চবিদ্যালয়' থেকে উচ্চমাধ্যমিক পাশ করে 'শ্রীরামপুর মিশনারী কলেজ' এ বর্তমানে 'সাহিত্য অনার্স ' নিয়ে B.A(তৃতীয়বর্ষ) তে পঠনপাঠন করছি। আমার বাবা প্রশান্ত মুখার্জ্জী হকারীর সাথে যুক্ত এবং মা রিন্টি মুখার্জ্জী গৃহবধূ।ছেলেবেলা থেকে লেখালিখির ওপর টান ছিলো অগাধ তাই মাত্র দ্বিতীয় শ্রেনী তে পঠনপাঠনএর সময় জীবনের প্রথম কবিতা লেখা শুরু, অষ্টম শ্রেনীতে থাকা কালীন 'আমি লিখছি' নামে একটি কবিতার বই ছাপা হয়।  বেশ কিছু জায়গায় আমি নীহারিকা নামে লেখালিখি করি তাই সুবিধার্থে নামের পাশে এই নামটিকে যুক্ত করি। ইতিমধ্যে বেশ কিছু পত্রপত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে।




আরো দৃঢ় হও

আরো দৃঢ় হও
যা কিছু স্বপ্ন লুট করেছে তারা
ছিনিয়ে নাও
আরো দৃঢ় হও

প্রতিবাদ করো
সহ্য সীমা পেরিয়ে গেলেও
বারবার যারা করতে বলেছে চুপ
ঠিক বিপরীতে উচ্চস্বরে
প্রতিবাদ করো

তোমায় নিয়ে স্বপ্ন দেখা ভাল্লাগেনা আর


আশার মত ভাবতে গেলাম. . .
          তেমার নিয়ে চলতে গেলাম,
মনের মাঝে থাকতে দিলে,
           তবুও কেনো হারিয়ে গেলে?

আমার মনের ছোট্টো আশা,
          বলবে তোমায় ভালোবাসা।
চোখটি কেনো ভরল জলে?
           সামনে থেকেও গেলে চলে. . . !

ছোট্টো মনের ভাবনা গুলো. .
         সাজিয়ে নিল উড়িয়ে ধুলো,
সেই  মনেতেই একটি আশা,
আশায় থেকে শূন্যে ভাসা,
          তোমায় নিয়ে স্বপ্ন দেখা,
ভাল্লাগেনা আর।।

জড়ানো হেডফোন

যে মেয়েটা মত্ত নেশায়,
দুচোখ ঢুলে গেছে।
সেই মেয়েটার নয়ন মাঝে,
দুঃখ জমে আছে।
নিকোটিনের ধোঁয়ার মত,
আবঝা যে তার মন।
গুছিয়ে রাখা মন টা যে আজ,


আমার একার পৃথিবীতে

তোমাকে নিয়ে যাব আমার পৃথিবীতে
আমার সেই পৃথিবী
যেখানে তুমি আমার হবে
আর আমি হবো তোমার
ধর্ম বর্ণ হিংসে হীন পৃথিবীটা অন্যরকম হবে
যেখানে তুমি আমার সন্ধ্যা হবে
আমি তোমার বিকেল বেলা
তোমাকে নিয়ে যাব আমার একার পৃথিবীতে


পলাশ ফোটাতে

তীব্র একটা আর্তনাদ কানে বাজে
চোখ বুজলেই সামনে ভাসে একবিন্দু নকল প্রেম
জং ধরা হৃদয় রঙের প্রলেপ দিয়ে চকচকে করে নিতে চাই বারবার
ধার করে কেনা শাখের কলম আর পাওনা পাওয়া যন্ত্রনা গুলো হাত ফসকে পালিয়ে যায়
বেলে মাটি যে গন্ধ গুলো জন্ম দেয় সূচালো ক্যাকটাসের
অচেনা সব সুগন্ধির মাঝে সেও আজ চায় পলাশ ফোটাতে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যা ১৮ || বর্ষ ৫

ফেরার অধ্যায়: -২য় বর্ষ সংখ্যা ১৫

বিষয় - বই আলোচনা-সংখ্যা ১৬ বর্ষ ২