Web ডুয়ার্স ১৩/২ - খোকন বর্মন - তরুণ এর গুচ্ছকবিতা
তরুণ কবি পরিচিতি : -
খোকন বর্মন জন্ম 2.12.1998. বলরামপুরের চেকাডারা গ্রামে।মা যোগমায়া বর্মন, বাবা কমলাকান্ত বর্মন। বলরামপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা। এরপর আচার্য্য ব্রজেন্দ্রানাথ শীল মহাবিদ্যালয় থেকে বাংলা নিয়ে বি এ. এখন কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে এম এ পড়ছেন. কবিতায় এসেছেন প্রথম দশকে।
সাম্যতা
মাটি খুঁড়লে উঠে আসবে সেইসব গভীর তত্ত্ব ।
পরিবর্তনের ঘেরাটোপে আজ মিলে গেছে ভাজ্য ভাজকের ভাগফল-
অবশিষ্ট আকাশের নিচে
ক্রস চিহ্ন দেয়ারর আগে বলে যেতে চাই
আমাদের মধ্যে কখনো অনুপাত ছিল না।
অটোগ্রাফ
বাবার একটা ছোট্ট ধানক্ষেত ছিল ,বিচ্ছেদ ছিল না আলের মতো
নরম কাদামাটির মতো ভালোবাসা ছিল গভীর
আমন ছাড়া অন্যকিছু বুনত না
পাকাআমনের শিস আমার মায়ের মুখের মতো ।
মরুভূমি
মা আমার কাছে ভাওইয়া সেতুর মতো,
বোনের মৃত্যুর পর মা হয়ে ওঠে মরুভূমি।
বিষণ্নতার বালিতে ঢেকে যায় বাবার চোখও,
আমার বুকে বিদ্ধ মৃত্যুর ব্যারেল ক্যাকটাস
ওয়েলউইটসিয়ার মতো দীর্ঘায়ু হয় মায়ের হতাশা
উবে যায় ভাঙা তৈজসপত্রের মতো বেঁচে থাকার সারেগামা।
বিরতি
ফ্যানের তিনটি ব্লেডের মতো জীবন
মাঝে মধ্যে লোডশেডিং হলে
অন্ধকার হয়ে উঠে বাণিজ্যিক বিরতি
চেনাপথ মেলোড্রামাটিক হয় জন্মদিনের শুভেচ্ছার মতো।
জলরং
তোমাকে পাওয়ার জন্য একটা হাইফাই আবহাওয়ার দরকার ছিল
চুল ছেড়ে সারা মাঠ জুড়ে সর্বনাশ নিয়ে বসে থাকতে ।
ছেড়া হেডফোনের মতো জীবন নিয়ে পৌঁছে যেতাম হঠাৎ করেই
তোমার সমস্ত শরীরে ঢেলে দিতাম জলরং।
শুভেচ্ছা রই।
উত্তরমুছুন