Web ডুয়ার্স ১৩/২ - নীলাদ্রি দেব - গুচ্ছকবিতা






কবি পরিচিতি : - 

নীলাদ্রি দেব.
জন্ম 14 এপ্রিল, 1995. কোচবিহার (পশ্চিমবঙ্গ).
শারীরবিদ্যায় স্নাতক. যুক্ত আছেন শিক্ষকতায়.
কবিতাবই- ধুলো ঝাড়ছি LIVE, জেব্রাক্রসিং ও দ্বিতীয় জন্মের কবিতা, এবং নাব্যতা.
সহ সম্পাদিত পত্রিকা- ইন্দ্রায়ুধ, বিরক্তিকর.


এলোমেলো আলাপ, কিংবা অন্ধকার 



এক.

মেঘের ছায়ার নিচে আমাদের এলোমেলো পথ
পথের হোঁচট ও হাততালি পেরিয়ে
    থিতু হতে চায় আদি অনন্ত শ্বাস
বাঁচার বিশ্বাস
আলপথ সংকীর্ণ হতে থাকে
আমাদের যাতায়াত আরও গাঢ় হয়

দুই.

দূরে কোথাও
দূরে পাহাড়ের পিঠে রোদ
সমস্ত নীল মিশে যাচ্ছে সবুজের গায়ে
অবিচ্ছিন্ন যৌথতার সুর
               ছেঁড়া ছেঁড়া মেঘের কার্নিশে
দুপুর ও বিকেলের মাঝে
            শুধু একটি পিন পতনের শব্দ

তিন.

পরিখার পাশে পাশবালিশ রেখে গেছে কেউ
কাকতাড়ুয়ার ডানাতেও কাক এসে বসে
শস্য হারিয়ে যাচ্ছে রোজ
ইঁদুরের গর্তে চোখ রাখি, রাখি আপাত সন্দেহ
ক্ষমতাচেয়ারের পাশে ঘুণ নয়, তুষ লেগে আছে

চার.

পথ, শুকনো নদীর মাঝে শান্ত বিভাজিকা
নদীখাতই সবচেয়ে বিশ্বস্ত পথ হতে পারত
কিন্তু হারিয়ে ফেলেছে নিশান ও দিকনির্দেশ
স্রোত এমনই একটি শব্দ,
         যার সাথে জীবনের মায়া... ওতপ্রোত

আজকাল হারানো বিকেলগুলো খুঁজে
       শুরু, শেষের মাঝে বিন্দু জুড়তে থাকি



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যা ১৮ || বর্ষ ৫

ফেরার অধ্যায়: -২য় বর্ষ সংখ্যা ১৫

বিষয় - বই আলোচনা-সংখ্যা ১৬ বর্ষ ২