Web ডুয়ার্স ১৩/২ - রত্নদীপা দে ঘোষ - গুচ্ছকবিতা




চরিত্র পরীক্ষার সময় 


প্রথমে খুলে দেওয়া হল আমার‘ফ্রিডম ‘ লেখা টি-শার্ট

( গড়িয়াহাট থেকে কেনা , একশো টাকা এক জোড়া )

কালো ব্রেসিয়ার ফুঁসে ... বিপ্লবে ? বিদ্রোহে ?

আমাকে ঘিরে যারা দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে বেশ ক’টি শিশুও ...

তারা হাততাতলি দিয়ে উঠলো  পাহাড় ... পাহাড় ...

আর তাদের বাবারা

যারা আমার সতীত্ব পরীক্ষা করছিল

তারা প্রত্যেকেই চুষতে শুরু করলো দার্জিলিং ...

হাত নেমে এলো কোমর

ছিন্ন করা হল বেল্ট

ঝুরঝুর ঝরে পড়লো জিন্স

হাল্কা ব্লু প্যানটি খুলে দিল মুখ

মুখের ভেতর গাছ ভর্তি মিষ্টি মিষ্টি খোবানি

শিশুরা চিৎকার করে উঠলো

খেজু ... র ... আমরাও খাবো খেজুর

এক হাত শিশুর মুখ চাপা, অন্য হাতে মুখের ভেতরে

বল্রুম জ্বেলে দিল বাবা

পরবর্তী ক্যানভাসে আমার আদলে একটা সাদাবিমান আঁকা হয়েছিল

কাঠের ওপর তেলরঙ প্রেক্ষাপট দীপলাল

‘ওম্যান উইথ হার ফায়ারworks ‘’



2 


আমি নিজে আটান্ন কেজি

বুক দুটোর ওজন আর কত হবে ... মেরে কেটে দুই কেজি.  আচ্ছা , ধরে নাও  ... শিশুমেয়ের মত শুধু হয়ে আছি ... ব্রেসিয়ার পরে নেই এখন ।

 ১50 গ্রাম আরও মাইনাস । তো সাকুল্যে দাঁড়ালো ... দু কেজি মাইনাস 150  ।

আর এই যে যোনি যার জন্যে এত যমে মানুষে টানাটানি তা ধরো 2০০ / 3০০ গ্রাম হবে ... হবে কি ?

 গুগুলে সার্চ ইঞ্জিন জ্বালাতে হবে ...

মজার কথা এটাই যে ৫৮ কেজি আমি পুড়ে যাবার পরেও এদের আগুন কিন্তু নিববে না ...



3 


কাঁচা মাই খায় না পুং

সামান্য নেকড়ে আর থাবা মিশিয়ে

পাঁচটি আঙুলে মাখামাখির ফ্লো যতো উন্মাদনা

(পুংজিভের কাছে এমন স্তনের আবেদন বেশি যাদের বানান মাত্রাছাড়া)

ডাঁশা লাই (পড়ুন, দেশলাই) লালার্ত ফিসফিস (পড়ুন, কিশমিশ)

আসলে ফাঁদ (পুং জানে, মাইপঞ্চমে তা দিলেই মিলবে সঙ্গতের (পড়ুন সঙ্গমের) বরাত)

(স্তনের দিব্যি বলছি, আমিও দেখেছি (একবার, বারবার)

দেখেছি স্তনচোষা শিং গজানো পুং-পুরুষ আনন্দময় রক্তরুধির



4 


‘তোমার মাই দুটো দারুণ ... যেন একই বুকে ... দূর্গ আর গীর্জা একসাথে’

 গির্জাকে চুমু খেলে পাদ্রী জানিয়ে দেবে আপনার চোখ কতখানি যাজক আর কত খানি ধার্মিক এবং নিয়মনিষ্ঠ। দূর্গকে চুমু খেলে ইতিহাস জানিয়ে দেবে কতখানি আপনার দৃষ্টির যুদ্ধদাপট আর ক’খানা আন্তরিক যুদ্ধবিমান।

ধরে নিচ্ছি। পাক্কা যুদ্ধধর্মবাজের মতো আপনি গীর্জা এবং দূর্গ ...এই ষড়যন্ত্রদুটিকেই কাছাকাছি নিয়ে এলেন । দুজনের দুটি বোঁটা। ঠোঁট ঠোঁট। দূর্গ কেঁপে উঠলো ইংরেজিতে।

আপনি ইংরেজিতে ছিঁড়লেন বাংলাভাষার বাল। গীর্জা আনন্দে শীৎকার। সম্ভত ল্যাটিন অথবা ফরাসী। এই ভাষাদুটি আপনার অজানা। আপনি কিছুই বুঝলেন না …

মাই টিপতে টিপতে দু’হাত নাৎসিক্যাম্প। আপনার ক্রিয়া এবং বিক্রিয়ায় সর্বধর্মসহিষ্ণু এ

ক রাজকীয় রাজত্বের সূচনা হয়, মি লর্ড। আপনি সেই দোজখ কোনোদিন কাউকে জানতে দিলেন না।



5


পেনিসের কলার উঁচিয়ে

সামনে কোন দরজা নেই। আরেকটু এগোলেই ... সামান্য পাতলামোটা ফিনফিনে লাভমেকিঙ।

সে তো হবেই! অজস্র কিংফিশার ফলেছে যে!

একটু আদর ছড়িয়ে দিন। বুলিয়ে দিন টন টন ভায়াগ্রার বুলেটিন। একটু পরেই ভাইটামিন হয়ে উঠবে ইমেজ। ইমেজারির ছাল ঝরে যাবে নিজে থেকেই।

মুখ উঁচু করে দেখবেন অন্ধকার। হালকা হাতে গরম অন্ধকারের কপিকল।

দড়িবাঁধা মেয়েলি কণ্ঠ প্রশ্ন করবে, কে? আরও ভেতর থেকে ... আরও ভেতরের ভেতর থেকে কেউ আপনাকে প্রশ্ন করবে...

কে তুমি ?

সুড়ঙ্গে ঢুকে প্রথমটায় আপনি একটু ঘাবড়েই গিয়েছিলেন। একটু পরেই প্রাণ ফিরে পেলেন।

পেনিসের কলার উঁচিয়ে সামান্য ভারি কণ্ঠে বললেন ... আপনি কিছুই বললেন না। স্রেফ ঢুকে পড়লেন।  স্রেফ ঢুকিয়ে দিলেন কাঠের দাঁতওয়ালা লম্বাবৈঠক। খোশগল্পের ওপর গালচে পাতা বেশ সাজানো গোছানো দেড়তলা অভ্যর্থনা।

লোকালয়ে এই ঘটনাই মাধ্যাকর্ষণ (পড়ুন, ধর্ষণ) নামে পরিচিত।  

মন্তব্যসমূহ

  1. ভবিষ্যতের কবিতা।এতটা ঝাঁঝ নেওয়ার মতো পাঠক এই মুহূর্তে কমই আছে।
    কবিকে অবশ্যই প্রণাম জানাই।
    হয়তো পঞ্চাশ বছর পর এ কবিতা অবশ্য পাঠ্য হবে।কবিকে নিয়ে গবেষণা পত্র লেখা হবে।

    উত্তরমুছুন
  2. ভবিষ্যতের কবিতা।এতটা ঝাঁঝ নেওয়ার মতো পাঠক এই মুহূর্তে কমই আছে।
    কবিকে অবশ্যই প্রণাম জানাই।
    হয়তো পঞ্চাশ বছর পর এ কবিতা অবশ্য পাঠ্য হবে।কবিকে নিয়ে গবেষণা পত্র লেখা হবে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যা ১৮ || বর্ষ ৫

ফেরার অধ্যায়: -২য় বর্ষ সংখ্যা ১৫

বিষয় - বই আলোচনা-সংখ্যা ১৬ বর্ষ ২